ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোট কেন্দ্রে মানুষ দেখানো কৃত্রিম লাইন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 157

ভোট কেন্দ্রে মানুষ দেখানো কৃত্রিম লাইন

কেন্দ্রের ভেতরে প্রায় ফাঁকা থাকলে ভোটার বেশি দেখাতে বাইরে কিছু তরুণ কৃত্রিম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমনটাই দেখা গেছে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ানো তরুণরা ভোট দেওয়ার আনন্দ বা ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছিলেন। তবে আদৌতে ভোট কেন্দ্র রয়েছে প্রায় ফাঁকা।

প্রিজাইডিং অফিসার এবিএম সাব্বির জানান, তার এখানে ভোটার ২৩৩৭ জন ভোটার। সকাল ৯টা পর্যন্ত ৪০/৪৫টি ভোট কাস্ট হয়েছে। অপর প্রিজাইডিং অফিসার গাজিউর রহমান জানান, আমার এখানে মোট ভোটার ২০১৯ জন। সকাল ১০টা পর্যন্ত ৫৩টি ভোট কাস্ট হয়েছে।

তবে দুজনই আশা করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে পারে। তবে কৃত্রিম লাইনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে তাদের জানা নেই। তবে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রভাবশালী দলের অনুসারী।

জনপ্রিয় সংবাদ

ভোট কেন্দ্রে মানুষ দেখানো কৃত্রিম লাইন

আপডেট সময় ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

কেন্দ্রের ভেতরে প্রায় ফাঁকা থাকলে ভোটার বেশি দেখাতে বাইরে কিছু তরুণ কৃত্রিম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমনটাই দেখা গেছে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ানো তরুণরা ভোট দেওয়ার আনন্দ বা ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছিলেন। তবে আদৌতে ভোট কেন্দ্র রয়েছে প্রায় ফাঁকা।

প্রিজাইডিং অফিসার এবিএম সাব্বির জানান, তার এখানে ভোটার ২৩৩৭ জন ভোটার। সকাল ৯টা পর্যন্ত ৪০/৪৫টি ভোট কাস্ট হয়েছে। অপর প্রিজাইডিং অফিসার গাজিউর রহমান জানান, আমার এখানে মোট ভোটার ২০১৯ জন। সকাল ১০টা পর্যন্ত ৫৩টি ভোট কাস্ট হয়েছে।

তবে দুজনই আশা করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে পারে। তবে কৃত্রিম লাইনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে তাদের জানা নেই। তবে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রভাবশালী দলের অনুসারী।