প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

Post Image

প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে দ্রুত কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কাজ না করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে গণশিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং বেতন-কমিশনের সভাপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। এর আগে ৩৬৪ জন সহকারী শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে বেতন কমিশনের সভাপতিকে আনুষ্ঠানিক অনুরোধও পাঠানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি নিষ্পত্তির উদ্যোগ নেয়া সত্ত্বেও কিছু শিক্ষক সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা নেয়াকে বাধাগ্রস্ত করছে। কোথাও কোথাও পরীক্ষা নিতে গেলে শিক্ষকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণবিধির লঙ্ঘন এবং ফৌজদারি আইনের আওতাভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে।


এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে বুধবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন তারা। এর ফলে তৃতীয় দিনের মতো দেশের অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি।


সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।


গত ২৭ নভেম্বর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করে। এই পরিষদ এখন বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে।

সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের আহ্বান ৪ ছাত্র সংসদের

ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষা উপদেষ্টার

ঢাবি ভিসির সাথে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

ক্লাসরুম দখল করে চলছে দর্জি প্রশিক্ষণ

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

সর্বাধিক পঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিক আহ্বান

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষা উপদেষ্টার

দ্যা স্কলারস ফোরাম ঢাকার" বৃত্তি পরিক্ষা'২৫ অনুষ্ঠিত

শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

সিরিয়ায় আসাদপন্থী আলাউইদের হত্যা-অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা