জনস্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে লাউড অ্যান্ড ক্লিয়ার ঘোষণা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের। জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জরুরি দরকারে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানাতে। একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের আশায় তা বেশ মন কেড়েছে মানুষের।
সেনা ক্যাম্পের টেলিফোন নম্বরের তালিকা অনেকেই পকেটে রাখছেন। আস্থা-ভরসার স্থল ভেবে কাউকে না জানিয়ে তাঁরা তথ্য জানিয়ে দিচ্ছেন ক্যাম্পে। দ্রুত অ্যাকশনে ফল মিলছে ম্যাজিকের মতো। আবার তথ্যদাতার পরিচয়ও গোপন থাকছে।
গত মাস কয়েকের কেসস্টাডিতে দেখা যাচ্ছে, এসব তথ্যের বেশির ভাগই মাদকসংক্রান্ত। কাজও হচ্ছে সেনা সদস্যদের হাইভোল্টেজ অ্যাকশনে। ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রাম-কুমিল্লাসহ নানা জায়গায় অভিযান চলমান। গেল বুধবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় আচমকা এক অভিযানে নারীসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সেটির নেপথ্যেও ছিল স্থানীয় একজনের মোবাইল বার্তা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে হাতেনাতে ধরাসহ বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র মাদকের কারবার চালিয়ে আসছিল। যাত্রী সেজে অবস্থান নিয়ে নারী ও কিশোরীদের মাধ্যমে গাঁজা সরবরাহ করত তারা। এদের কুকর্ম পুলিশ বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জানার বাইরে ছিল না।


