রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ৩ ডিসেম্বর ২০২৫ হাইকোর্ট এক কুচক্রী মহলের অভিযোগ ও ভুল তথ্যভিত্তিক প্রচারের প্রেক্ষিতে রাবিপ্রবির চলমান উন্নয়নমূলক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। হঠাৎ এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এরইমধ্যে শিক্ষার্থীরা প্রতিবাদের ঝড় তুলেছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “রাঙামাটিতে এমন কোনো স্থাপনা নেই যা পাহাড় না কেটে নির্মিত হয়েছে। তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়েই আপত্তি কোথায়? উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার করে রাবিপ্রবির অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো স্থায়ী হল নেই, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় সমস্যা। উপাচার্য আগামী জুন মাসের মধ্যে স্থায়ী হল নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম পুনরায় চালু করা, সেশনজট নিরসন এবং পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন।







