ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আচরণবিধি লঙ্ঘনে আবারও মায়া চৌধুরীকে শোকজ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 295

আচরণবিধি লঙ্ঘনে আবারও মায়াকে চৌধুরীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ শোকজ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে কিংবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইশফাক আহসান আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে অভিযোগ করেন। গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসানুজ্জামান লুলু জরুরি নোটিশের মাধ্যমে মায়া চৌধুরীর বাড়িতে সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনি আলোচনা করেন। যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে তদন্ত করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মায়া চৌধুরীর মনোনয়ন বাতিলসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন এম. ইশফাক আহসান।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই সভার ভিডিও ক্লিপে দেখা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী নৌকার প্রার্থী মায়া চৌধুরীর উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান করেন। এ বিষয়ে মায়ার আইনজীবী সেলিম মিয়া জানান, তারা একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে আমরা আদালতে এর জবাব দিচ্ছি।

 

জনপ্রিয় সংবাদ

বিনা সাজায় ৩০ বছর কারাগারে থাকা কনু মিয়ার মুক্তি

আচরণবিধি লঙ্ঘনে আবারও মায়া চৌধুরীকে শোকজ

আপডেট সময় ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ শোকজ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে কিংবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইশফাক আহসান আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে অভিযোগ করেন। গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসানুজ্জামান লুলু জরুরি নোটিশের মাধ্যমে মায়া চৌধুরীর বাড়িতে সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনি আলোচনা করেন। যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে তদন্ত করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মায়া চৌধুরীর মনোনয়ন বাতিলসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন এম. ইশফাক আহসান।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই সভার ভিডিও ক্লিপে দেখা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী নৌকার প্রার্থী মায়া চৌধুরীর উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান করেন। এ বিষয়ে মায়ার আইনজীবী সেলিম মিয়া জানান, তারা একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে আমরা আদালতে এর জবাব দিচ্ছি।