ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইসলামী ছাত্রশিবিরের ৭ জন ভাইকে ফিরিয়ে দিতে হবে- জাহিদুল ইসলাম

আজ বৃহস্পতিবার (১২ জুন) ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার আয়োজনে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদরাসা মিলনায়তনে ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ সকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ২৩৪ জন জীবন দিতে হয়েছে। এর পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনেও অনেক ভাইকে জীবন দিতে হয়েছে। তিনি আরোও বলেন, আমাদের বিভিন্ন সময়ে প্রায় ১ হাজার জনেরও বেশি ভাইকে ঘুম করা হয়েছে। কাউকে ঘুম করে নির্যাতন করা হয়েছে, কাউকে চোখ তুলে ফেলা হয়েছে, কাউকে পঙ্গু করা হয়েছে। এই ঘুম করা ভাইদের কাউকে আমরা লাশ হিসেবে পেয়েছি। তিনি আরোও বলেন, দুঃখজনক হলেও ইসলামী ছাত্রশিবিরের ৭জন ভাইকে এখনো আমাদের মাঝে ফিরিয়ে দেয় নাই। তারা এখনো কিভাবে আছে আমরা জানি না। আমরা ৫ই আগস্টে পর প্রশাসনের কাছেও গিয়েছি কিন্তু আমাদের ভাইদের ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি তারা যেন আমাদের মাঝে ফিরে আসে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর জনাব মুফতি আব্দুল হান্নান, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব খালেদ মাহমুদসহ শিবিরের জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথ থেকে জৌলুস ফিরে পাচ্ছে ৩শ বছর পুরনো জামালপুরে ঔতিহ্যবাহী শুটকির বাজার

ইসলামী ছাত্রশিবিরের ৭ জন ভাইকে ফিরিয়ে দিতে হবে- জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৮:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

আজ বৃহস্পতিবার (১২ জুন) ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার আয়োজনে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদরাসা মিলনায়তনে ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ সকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ২৩৪ জন জীবন দিতে হয়েছে। এর পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনেও অনেক ভাইকে জীবন দিতে হয়েছে। তিনি আরোও বলেন, আমাদের বিভিন্ন সময়ে প্রায় ১ হাজার জনেরও বেশি ভাইকে ঘুম করা হয়েছে। কাউকে ঘুম করে নির্যাতন করা হয়েছে, কাউকে চোখ তুলে ফেলা হয়েছে, কাউকে পঙ্গু করা হয়েছে। এই ঘুম করা ভাইদের কাউকে আমরা লাশ হিসেবে পেয়েছি। তিনি আরোও বলেন, দুঃখজনক হলেও ইসলামী ছাত্রশিবিরের ৭জন ভাইকে এখনো আমাদের মাঝে ফিরিয়ে দেয় নাই। তারা এখনো কিভাবে আছে আমরা জানি না। আমরা ৫ই আগস্টে পর প্রশাসনের কাছেও গিয়েছি কিন্তু আমাদের ভাইদের ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি তারা যেন আমাদের মাঝে ফিরে আসে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর জনাব মুফতি আব্দুল হান্নান, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব খালেদ মাহমুদসহ শিবিরের জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।