ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার Logo রাকসুর আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল নেতা আমানের ক্যাম্পাসে অবস্থান

‘জাতীয় ঐকমত্য কমিশনের ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত’

‘জাতীয় ঐকমত্য কমিশনের ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দা আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সকল ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত। শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

ডা. তাহের বলেন, কিভাবে ওনারা (সরকার) বিভিন্ন দল ও স্টেকহোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উদ্যোগকে জামায়াত স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সকল ইতিবাচক (পজিটিভ) সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পরে যথা শীঘ্র সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করবে।

তিনি বলেন, আজকের মূলত ছিল জিস্ট অব দ্য ডিসকাসন (আলোচনার সূচনা বা সারমর্ম)। বিস্তারিত বিষয়ে ওনারা (ঐক্যমত সংস্কার কমিশন) আমাদেরকে বই দেবেন। সেটা পর্যালোচনা করে জামায়াতে ইসলামী ও সরকারের যে টিম আছে তাদের সাথে আলাদা করে বৈঠক ও মতবিনিময় হবে। সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত ও আলোচনা জানাব।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তাহের বলেন, আমরা বলেছি, যে সংস্কার প্রয়োজন, এজন্য সংস্কারটি করতে আমরা ঐকমত্য হই। তারপরে যথা শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের কথা আমরা সেটা দেখছি- সেটা কি হয়।

ডা. তাহেরর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মশিউল আলম।

বৈঠকে উপস্থিত থাকা কমিশনের অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’

‘জাতীয় ঐকমত্য কমিশনের ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত’

আপডেট সময় ০৯:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দা আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সকল ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত। শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

ডা. তাহের বলেন, কিভাবে ওনারা (সরকার) বিভিন্ন দল ও স্টেকহোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উদ্যোগকে জামায়াত স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সকল ইতিবাচক (পজিটিভ) সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পরে যথা শীঘ্র সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করবে।

তিনি বলেন, আজকের মূলত ছিল জিস্ট অব দ্য ডিসকাসন (আলোচনার সূচনা বা সারমর্ম)। বিস্তারিত বিষয়ে ওনারা (ঐক্যমত সংস্কার কমিশন) আমাদেরকে বই দেবেন। সেটা পর্যালোচনা করে জামায়াতে ইসলামী ও সরকারের যে টিম আছে তাদের সাথে আলাদা করে বৈঠক ও মতবিনিময় হবে। সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত ও আলোচনা জানাব।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তাহের বলেন, আমরা বলেছি, যে সংস্কার প্রয়োজন, এজন্য সংস্কারটি করতে আমরা ঐকমত্য হই। তারপরে যথা শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের কথা আমরা সেটা দেখছি- সেটা কি হয়।

ডা. তাহেরর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মশিউল আলম।

বৈঠকে উপস্থিত থাকা কমিশনের অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।