ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

জাবি ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ

চলমান ভর্তি পরীক্ষার সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানোর অনুমতি দেয়া হবে না বলে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

ফুচকার দোকান বসানোর ফলে প্রশাসনের ঝামেলা তারা দেখবে শর্তে চা-পানির টাকা দাবি করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

ভুক্তভোগী দোকানদার সূত্রে জানা যায়, রোববার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো করা বন্ধ আছে বলে জানান। তবে তাদের প্রতিদিন এক হাজার ৫০০ টাকা করে টাকা দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা (নেতারা) দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্তরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। এর মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করেন দোকানদাররা।

অর্নবের সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানান তারা, তবে বাকিদের শনাক্ত করতে পারেননি ওই দোকানিরা।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

জাবি ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

চলমান ভর্তি পরীক্ষার সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানোর অনুমতি দেয়া হবে না বলে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

ফুচকার দোকান বসানোর ফলে প্রশাসনের ঝামেলা তারা দেখবে শর্তে চা-পানির টাকা দাবি করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

ভুক্তভোগী দোকানদার সূত্রে জানা যায়, রোববার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো করা বন্ধ আছে বলে জানান। তবে তাদের প্রতিদিন এক হাজার ৫০০ টাকা করে টাকা দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা (নেতারা) দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্তরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। এর মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করেন দোকানদাররা।

অর্নবের সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানান তারা, তবে বাকিদের শনাক্ত করতে পারেননি ওই দোকানিরা।