ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি Logo আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ

যুক্তরাষ্ট্রে গাড়ীর ধাক্কা ও বন্দুক হামলায় ১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গাড়ীর ধাক্কা ও বন্দুক হামলায় ১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে বলেছে, ‘অষ্টম জেলায় বর্তমানে একটি গণহত্যা সম্পর্কিত ঘটনার তদন্ত করা হচ্ছে, যেখানে একটি গাড়ি ক্যানাল ও বার্বন স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে ৩০ জন আহত ও ১০ জন নিহত হয়েছে।

জরুরি কর্তৃপক্ষ ঘটনাটি কখন ঘটেছে তা উল্লেখ করেনি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নববর্ষ উদযাপনকারী উল্লসিত জনগণের ভিড়ে পূর্ণ থাকার কথা।

এ ছাড়া নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি গাড়ি নতুন বছরের প্রথম প্রহরে মানুষের একটি দলকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসের একজন প্রতিবেদক দুর্ঘটনাস্থলে বহু মানুষকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, একটি গাড়ি জনগণের ওপর উঠিয়ে দেওয়া হয় এবং এরপর চালক গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছোড়ার মাধ্যমে এর মোকাবেলা করে। তবে পুলিশ এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।

জনপ্রিয় সংবাদ

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

যুক্তরাষ্ট্রে গাড়ীর ধাক্কা ও বন্দুক হামলায় ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে বলেছে, ‘অষ্টম জেলায় বর্তমানে একটি গণহত্যা সম্পর্কিত ঘটনার তদন্ত করা হচ্ছে, যেখানে একটি গাড়ি ক্যানাল ও বার্বন স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে ৩০ জন আহত ও ১০ জন নিহত হয়েছে।

জরুরি কর্তৃপক্ষ ঘটনাটি কখন ঘটেছে তা উল্লেখ করেনি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নববর্ষ উদযাপনকারী উল্লসিত জনগণের ভিড়ে পূর্ণ থাকার কথা।

এ ছাড়া নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি গাড়ি নতুন বছরের প্রথম প্রহরে মানুষের একটি দলকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসের একজন প্রতিবেদক দুর্ঘটনাস্থলে বহু মানুষকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, একটি গাড়ি জনগণের ওপর উঠিয়ে দেওয়া হয় এবং এরপর চালক গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছোড়ার মাধ্যমে এর মোকাবেলা করে। তবে পুলিশ এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।