সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটে পৃথক ঘটনায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে এবং তিনি বিএনপির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষ। দুপুরে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত খিতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিতিশ চন্দ্র গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বেলা ১১টায় সালিশ বৈঠকে মীমাংসা হলেও পরে সকিনুর শেখ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত খিতিশ গাইনকে স্থানীয়রা চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথক এই হত্যাকাণ্ড ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।