ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী আটক

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 56

সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে আট করেছে র‍্যাব।

মঙ্গলবার ( ১অক্টোবর )রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকেআটক করা হয়।

২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা একটা মামলায় তাকে আটক করা হয়। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছিলেন আব্দুস সালাম মুর্শেদী। আব্দুস সালাম মুর্শেদী জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ৭ই জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তার বিরুদ্ধে রাজধানীর গুলশানে পরিত্যক্ত একটি বাড়ি দখল নিয়ে আলোচনা বহুদিনের। আদালত অবধি গড়ায় সেটি। অভিযোগ, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী সরকারি বাড়ি দখল করেছিলেন। গণপূর্ত বিভাগের তদন্তেও সেটি প্রমাণ পায়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে। এতে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও সালাম মুর্শেদীকে ছাড় দেয়া হয়। খোদ কমিশনের পক্ষ থেকেই সালাম মুর্শেদীকে মামলার আসামি করতে বারণ করা হয়। দুদকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, ২০২২ সালে উচ্চ আদালতের একাধিকবার নির্দেশের পর গুলশানের পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে আদালতে প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। তবে ওই প্রতিবেদনে সালাম মুর্শেদী আসামি হওয়ার মতো সব ধরনের আলামত থাকলেও দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের বারণে তাকে বাদ দিয়েই মামলার সুপারিশ করা হয়।

৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

খুলনার সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী আটক

আপডেট সময় ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে আট করেছে র‍্যাব।

মঙ্গলবার ( ১অক্টোবর )রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকেআটক করা হয়।

২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা একটা মামলায় তাকে আটক করা হয়। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছিলেন আব্দুস সালাম মুর্শেদী। আব্দুস সালাম মুর্শেদী জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ৭ই জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তার বিরুদ্ধে রাজধানীর গুলশানে পরিত্যক্ত একটি বাড়ি দখল নিয়ে আলোচনা বহুদিনের। আদালত অবধি গড়ায় সেটি। অভিযোগ, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী সরকারি বাড়ি দখল করেছিলেন। গণপূর্ত বিভাগের তদন্তেও সেটি প্রমাণ পায়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে। এতে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও সালাম মুর্শেদীকে ছাড় দেয়া হয়। খোদ কমিশনের পক্ষ থেকেই সালাম মুর্শেদীকে মামলার আসামি করতে বারণ করা হয়। দুদকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, ২০২২ সালে উচ্চ আদালতের একাধিকবার নির্দেশের পর গুলশানের পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে আদালতে প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। তবে ওই প্রতিবেদনে সালাম মুর্শেদী আসামি হওয়ার মতো সব ধরনের আলামত থাকলেও দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের বারণে তাকে বাদ দিয়েই মামলার সুপারিশ করা হয়।