ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফারাক্কার সব গেট খুললেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই

ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হলেও গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি কর্মকর্তা জানান, তারা গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর (বাংলাদেশের পদ্মা) চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি লক্ষ্য করেছেন। তবে পানি এখনো বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির কোনো বৃদ্ধি লক্ষ্য করিনি। তাই বলতে পারি, গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই।’

ভারতের কাছ থেকে বাংলাদেশ যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে তিনি বলেন, ‘ফারাক্কা ব্যারেজের উজানে ও নিচের দিকে পানির স্তর স্থিতিশীল রয়েছে।’

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

ফারাক্কার সব গেট খুললেও এক সপ্তাহের মধ্যে বন্যার সম্ভাবনা নেই

আপডেট সময় ০২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হলেও গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসি কর্মকর্তা জানান, তারা গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর (বাংলাদেশের পদ্মা) চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি লক্ষ্য করেছেন। তবে পানি এখনো বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির কোনো বৃদ্ধি লক্ষ্য করিনি। তাই বলতে পারি, গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই।’

ভারতের কাছ থেকে বাংলাদেশ যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে তিনি বলেন, ‘ফারাক্কা ব্যারেজের উজানে ও নিচের দিকে পানির স্তর স্থিতিশীল রয়েছে।’