ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 194

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

টাইব্রেকারে ভারতের প্রথম শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ অবশ্য পর পর টানা চার শটে গোল করে। ভারতের পঞ্চম শটিও শ্রাবণ রুখে দিলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশে। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের যুবারা। এবার অবশ্য ভারতের কাটা সেমিফাইনাল থেকেই দূর করলো মারুফুল হকের শিষ্যরা।

বুধবার বিকেলে ফাইনালে আয়োজক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে নেপাল।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ উজ্জীবিত পারফরম্যান্স করছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় তারা লিডও পেয়ে যায়। এ সময় বক্সের বামদিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া শট ভারতের গোলরক্ষক প্রিয়াণশ দুবে ঝাপিয়ে পড়ে ফিস্ট করে ফিরিয়ে দেন। বল তার হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। তিনি আলতো টোকায় বল জালে পাঠান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারতের যুবারা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে বল জটলার মধ্যে ঘুরতে ঘুরতে বক্সের মধ্যে পেয়ে যান অধিনায়ক রিকি মেতি হাওবাম। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় আসাদুল-শ্রাবণরা।

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

টাইব্রেকারে ভারতের প্রথম শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ অবশ্য পর পর টানা চার শটে গোল করে। ভারতের পঞ্চম শটিও শ্রাবণ রুখে দিলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশে। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের যুবারা। এবার অবশ্য ভারতের কাটা সেমিফাইনাল থেকেই দূর করলো মারুফুল হকের শিষ্যরা।

বুধবার বিকেলে ফাইনালে আয়োজক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে নেপাল।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ উজ্জীবিত পারফরম্যান্স করছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় তারা লিডও পেয়ে যায়। এ সময় বক্সের বামদিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া শট ভারতের গোলরক্ষক প্রিয়াণশ দুবে ঝাপিয়ে পড়ে ফিস্ট করে ফিরিয়ে দেন। বল তার হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। তিনি আলতো টোকায় বল জালে পাঠান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারতের যুবারা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে বল জটলার মধ্যে ঘুরতে ঘুরতে বক্সের মধ্যে পেয়ে যান অধিনায়ক রিকি মেতি হাওবাম। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় আসাদুল-শ্রাবণরা।