ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল মহানগর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির সম্পন্ন

ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কোরবানির নজরানা পেশ করার মাধ্যমে পরকালের জন্য তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৮ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমরা সৌভাগ্যবান আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাত হতে পেরেছি সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআন আমাদের গাইডলাইন। সেকুলাররা বলে তাদের কোন অতীত নেই এবং ভবিষ্যতে নেই কিন্তু আমারা যারা মুসলিম ইসলামী আন্দোলন করি আমাদের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং আমাদের ভবিষ্যৎ জান্নাত,অন্ধকার গলিপথে সাঁতার কাটা জাতি আমরা নই। ঈমান মানুষকে তাজা রাখে আত্মবিশ্বাসী করে চরম জুলুম নির্যাতনের মধ্যেও সে স্বাভাবিক থাকতে পারে, হতাশা তাকে ঘিরে ধরে না, হযরত আবু বকর (রা.) তার জ্বলন্ত উদাহরণ। তিনি যখন তার সম্পদ অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছিলেন তখন তার বাবা বলতেছিলেন তিনি ভুল করছেন কিন্তু তিনি বলছেন তিনি যা করছেন সেটা বুঝে শুনেই করছেন। সকল নবীদের কাজ ছিল দিন কায়েম করা এবং নবীগণ তাদের সারা জীবন দিনে আন্দোলনের পিছনে দাওয়াতি ময়দানে সময় দিয়ে গেছেন, নানা জুলুম নির্যাতন করেও তাদের আন্দোলনে ময়দান থেকে সরানো যায়নি আমরা উত্তরাধিকার সূত্রে আন্দোলন পেয়েছি আমাদেরও শেষ জীবন পর্যন্ত আন্দোলনে কাজ করে যেতে হবে।

কর্মী ভাইদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাইয়াতের জন্য দরকার সিদ্ধান্ত গ্রহন, একটি সিদ্ধান্তই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে চারটা সফলতা পেতে পারি। আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদেরকে অধিক পরিমাণে অধ্যায়ন করতে হবে। পরিবারের সকলকে নিয়ে সকাল বেলা কিছু সময় কুরআন হাদিস অধ্যয়ন অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের অধ্যায়ন যদি ঠিকঠাক থাকে এবং ইনকাম হালাল হয় তাহলে আমাদের পরিবারগুলো হবে জান্নাতি পরিবার।

উক্ত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাসান আতিক,মাওলানা জয়নুল আবেদিন, তারিকুল ইসলাম, অধ্যাপক মাহফুজ আমিন,মোহাম্মদ জাফর ইকবাল জামায়াত নেতা অধ্যাপক আনোয়ার হোসাইন অ্যাডভোকেট আবুল খায়ের,কাওসার হোসাইন,আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশাল মহানগর জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির সম্পন্ন

আপডেট সময় ০৫:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কোরবানির নজরানা পেশ করার মাধ্যমে পরকালের জন্য তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৮ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমরা সৌভাগ্যবান আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাত হতে পেরেছি সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআন আমাদের গাইডলাইন। সেকুলাররা বলে তাদের কোন অতীত নেই এবং ভবিষ্যতে নেই কিন্তু আমারা যারা মুসলিম ইসলামী আন্দোলন করি আমাদের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং আমাদের ভবিষ্যৎ জান্নাত,অন্ধকার গলিপথে সাঁতার কাটা জাতি আমরা নই। ঈমান মানুষকে তাজা রাখে আত্মবিশ্বাসী করে চরম জুলুম নির্যাতনের মধ্যেও সে স্বাভাবিক থাকতে পারে, হতাশা তাকে ঘিরে ধরে না, হযরত আবু বকর (রা.) তার জ্বলন্ত উদাহরণ। তিনি যখন তার সম্পদ অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছিলেন তখন তার বাবা বলতেছিলেন তিনি ভুল করছেন কিন্তু তিনি বলছেন তিনি যা করছেন সেটা বুঝে শুনেই করছেন। সকল নবীদের কাজ ছিল দিন কায়েম করা এবং নবীগণ তাদের সারা জীবন দিনে আন্দোলনের পিছনে দাওয়াতি ময়দানে সময় দিয়ে গেছেন, নানা জুলুম নির্যাতন করেও তাদের আন্দোলনে ময়দান থেকে সরানো যায়নি আমরা উত্তরাধিকার সূত্রে আন্দোলন পেয়েছি আমাদেরও শেষ জীবন পর্যন্ত আন্দোলনে কাজ করে যেতে হবে।

কর্মী ভাইদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাইয়াতের জন্য দরকার সিদ্ধান্ত গ্রহন, একটি সিদ্ধান্তই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে চারটা সফলতা পেতে পারি। আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদেরকে অধিক পরিমাণে অধ্যায়ন করতে হবে। পরিবারের সকলকে নিয়ে সকাল বেলা কিছু সময় কুরআন হাদিস অধ্যয়ন অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের অধ্যায়ন যদি ঠিকঠাক থাকে এবং ইনকাম হালাল হয় তাহলে আমাদের পরিবারগুলো হবে জান্নাতি পরিবার।

উক্ত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাসান আতিক,মাওলানা জয়নুল আবেদিন, তারিকুল ইসলাম, অধ্যাপক মাহফুজ আমিন,মোহাম্মদ জাফর ইকবাল জামায়াত নেতা অধ্যাপক আনোয়ার হোসাইন অ্যাডভোকেট আবুল খায়ের,কাওসার হোসাইন,আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।