ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে- ড. ইফতেখারুজ্জামান Logo পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল,নিহত ২ Logo ৮০ টাকার নিচে কোনও সবজি নেই ,বেড়েছে ডিমের দাম Logo উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক মানুষ Logo শুরু হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, শেষ হবে দুপুর ১২টায় Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬ Logo শেখ হাসিনা পালানোর সময় শেখ রেহানা ও সালমান এফ রহমান কথোপকথন Logo এবি পার্টি থেকে জামায়াতে যোগ দিলেন ৪০ নেতাকর্মী

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

আপডেট সময় ০৯:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।