ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরে শপথ নেবেন নতুন নির্বাচন কমিশনাররা

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

আপডেট সময় ০৯:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।