ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

বিরোধপূর্ণ জমিতে গাছের বেল পাড়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় রাজিব হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৭ জন।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচতো ভাই স্বপনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজিব নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে। সে ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানা যায়, সকালের দিকে গাছের পাঁকা বেল পাড়াকে কেন্দ্র করে প্রথমে নিহত রাজিবের স্ত্রী ও প্রতিবেশী আজাহারের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজিব এগিয়ে এলে আজাহার ও তার ছেলে শান্ত এবং আজাহারের ভাই পলাশ ও পলাশের ছেলে রুবেল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রাজিবের চাচাতো ভাই স্বপন তাদের বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী রাজিবকে উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বপন নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সকালের দিকে গাছের বেল পাড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বিরোধপূর্ণ জমিতে গাছের বেল পাড়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় রাজিব হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৭ জন।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচতো ভাই স্বপনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজিব নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে। সে ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানা যায়, সকালের দিকে গাছের পাঁকা বেল পাড়াকে কেন্দ্র করে প্রথমে নিহত রাজিবের স্ত্রী ও প্রতিবেশী আজাহারের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজিব এগিয়ে এলে আজাহার ও তার ছেলে শান্ত এবং আজাহারের ভাই পলাশ ও পলাশের ছেলে রুবেল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রাজিবের চাচাতো ভাই স্বপন তাদের বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী রাজিবকে উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বপন নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সকালের দিকে গাছের বেল পাড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।