ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ Logo গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মারধরের শিকার হয়েছেন এক মাদ্রাসাছাত্র। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছেন।

আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বাজারে চাঁদা আদায়ের প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী মুজাহিদ জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারিভাবে ইজারাবিহীন এ বাজারে খাজনার নামে জোর করে চাঁদা আদায় করে আসছে। তিনি ব্যবসায়ীদের চাঁদা না দিতে অনুরোধ করলে প্রথমে হুমকি দেওয়া হয়। পরে তিনি পরিস্থিতি মোবাইলে ধারণ করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক লোক তাকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়।

হামলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু।
মুজাহিদের অভিযোগ, “ওরা বলে বাজারের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারাভুক্ত! অথচ উপজেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে—এই বাজারটি কোনোভাবেই সরকারিভাবে ইজারাভুক্ত নয়।”

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:৫৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মারধরের শিকার হয়েছেন এক মাদ্রাসাছাত্র। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছেন।

আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বাজারে চাঁদা আদায়ের প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী মুজাহিদ জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারিভাবে ইজারাবিহীন এ বাজারে খাজনার নামে জোর করে চাঁদা আদায় করে আসছে। তিনি ব্যবসায়ীদের চাঁদা না দিতে অনুরোধ করলে প্রথমে হুমকি দেওয়া হয়। পরে তিনি পরিস্থিতি মোবাইলে ধারণ করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক লোক তাকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়।

হামলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু।
মুজাহিদের অভিযোগ, “ওরা বলে বাজারের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারাভুক্ত! অথচ উপজেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে—এই বাজারটি কোনোভাবেই সরকারিভাবে ইজারাভুক্ত নয়।”

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।