পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
এদিকে জাতিগত ও বাংলাদেশ প্রশ্নে বিভাজিত করার হীন উদ্দেশ্যে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আজ যারা এনসিটিবি অফিসের সামনে কিছু ভাই-বোনের ওপরে হামলা ও আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, তারা যে-ই হোক না কেন, তাদের এই কাজ সন্ত্রাসী কার্যক্রম এবং এটা ফৌজদারি অপরাধ।’
তিনি বলেন, ‘এই অপরাধী যে হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।