ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা: বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক কমিটির

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

এদিকে জাতিগত ও বাংলাদেশ প্রশ্নে বিভাজিত করার হীন উদ্দেশ্যে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আজ যারা এনসিটিবি অফিসের সামনে কিছু ভাই-বোনের ওপরে হামলা ও আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, তারা যে-ই হোক না কেন, তাদের এই কাজ সন্ত্রাসী কার্যক্রম এবং এটা ফৌজদারি অপরাধ।’

তিনি বলেন, ‘এই অপরাধী যে হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা: বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক কমিটির

আপডেট সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

এদিকে জাতিগত ও বাংলাদেশ প্রশ্নে বিভাজিত করার হীন উদ্দেশ্যে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আজ যারা এনসিটিবি অফিসের সামনে কিছু ভাই-বোনের ওপরে হামলা ও আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, তারা যে-ই হোক না কেন, তাদের এই কাজ সন্ত্রাসী কার্যক্রম এবং এটা ফৌজদারি অপরাধ।’

তিনি বলেন, ‘এই অপরাধী যে হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।