বিধ্বংসী বন্যা ও ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে ৩০ কর্মকর্তার ফাঁসি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সম্প্রতি বন্যা ও ভূমিধঞসে উত্তর কোরিয়ায় প্রায় এক হাজার জনের মৃত্যু হয়েছে।
উত্তর কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার চোসুন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত মাসের শেষের দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। এক কর্মকর্তা বলেছেন, ‘ধারণ করা হচ্ছে বন্যা কবলিত এলাকায় ২০ থেকে ৩০ জন ক্যাডারকে গত মাসের শেষের দিকে একই সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।’
অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় অপ্রকাশিত রয়ে গেছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উনে যেসব কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা কাং বং-হুন রয়েছেন।