টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ সময়ের প্রস্তুতি সারছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে তারা ভারতের বিপক্ষে।এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় চিন্তার কারণ হতে পারে টপ অর্ডারদের অধারাবাহিক ব্যাটিং।
বাংলাদেশের টপ অর্ডারে খেলেন লিটন কুমার দাস, খেলার ধরন ও মানসিকতায় এই ওপেনার একটা সময় মুগ্ধতা ছড়িয়েছিলেন। তার ব্যাটিং দেখে কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্সের কথাও মনে পড়েছিল ভারতীয় খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনের।
নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপের টিম প্রিভিউ এর আলোচনায় এমন মন্তব্য করেন অশ্বিন।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার গ্যারি সোবার্স ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন। টেস্টে ব্যাট হাতে ৫৭ গড়ে আট হাজারের বেশি রান করেছেন। ৩৪ গড়ে ৯৩ ম্যাচে এই কিংবদন্তি উইকেট নিয়েছেন ২৩৫টি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে অশ্বিন বলেন, ‘বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ চলছিল। আমি কখনো গ্যারি সোবার্সকে ব্যাটিং করতে দেখিনি ডানহাতে। কিন্তু তারা যদি বলতো, সে (লিটন) গ্যারি সোবার্স ডানহাতে ব্যাট করছে, আমি বলতাম, হ্যাঁ তুমি ঠিক। হুট করে খেলার ধারার বিপরীতে কয়েকটি উইকেট পড়ে, এরপর সে-ও আউট হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, সে ৫০ ওভার ব্যাট করতে পারে এবং আউট হবে না।’
লিটন সেদিন খেলেছিলেন ৬৬ রানের ইনিংস। তার ব্যাটিংয়ে মুগ্ধ অশ্বিনের প্রশ্ন লিটন কেন বিশ্বসেরা হতে পারেন না। ‘যখনই আমি লিটন দাসকে দেখি, আমি অনুভব করি, তুমি কে? তুমি কীভাবে এরকম খেলতে পারো? এবং কীভাবে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছো না? আমার ভিতরে এটা জানার তাগিদ অনুভব হয়।’