ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি খেললেও জাপানে হেরেছে মিয়ামি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 188

মেসি খেললেও জাপানে হেরেছে মিয়ামি

দুই দিন আগে হংকংয়ে স্থানীয় একাদশের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন আর্জেন্টাইন তারকা। তাঁর না খেলা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। না খেলার ব্যাপারে ব্যাখ্যায় মেসি জানিয়েছিলেন ঊরুর পেশিতে চোটের জন্যই ম্যাচটা খেলতে পারেননি তিনি। এ জন্য দুঃখও প্রকাশ করেছিলেন এই তারকা।

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তাঁকে বেঞ্চে বসিয়েই শুরুর একাদশও গড়েছিলেন জেরার্দো তাতা মার্তিনো। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে এবার মাঠে নামেন মেসি। স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে খেলার ৬০ মিনিটে মাঠে নামেন খুদে জাদুকর।

কিন্তু গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ডেভিড বেকহামের দলও পারেনি ম্যাচটা জিততে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পরে টাইব্রেকারে ভিসেল কোবে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির মিয়ামিকে।

মেসি নিজে অবশ্য কোনো শট নেননি টাইব্রেকারে। হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে পাওয়া ৪-১ গোলের জয়টাই প্রাক-মৌসুম প্রস্তুতিতে খেলা পাঁচ ম্যাচে একমাত্র জয় ইন্টার মিয়ামির। এর আগে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর মেজর লিগ সকারের ক্লাব এফসি ডালাসের কাছে হেরে যায় মিয়ামি। সৌদি আরবে আল হিলাল এবং আল নাসরের বিপক্ষেও হারের তেতো স্বাদ পেয়েছেন মেসিরা। টোকিওতে আজ ভিসেল কোবের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো মেসির মিয়ামিকে।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। নতুন মৌসুম শুরুর আগে দেশে মেসির ছোটবেলার ক্লাব আর্জেন্টিনার নিউয়েল ওল্ড বয়েসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। এএফপি

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত

মেসি খেললেও জাপানে হেরেছে মিয়ামি

আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

দুই দিন আগে হংকংয়ে স্থানীয় একাদশের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন আর্জেন্টাইন তারকা। তাঁর না খেলা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। না খেলার ব্যাপারে ব্যাখ্যায় মেসি জানিয়েছিলেন ঊরুর পেশিতে চোটের জন্যই ম্যাচটা খেলতে পারেননি তিনি। এ জন্য দুঃখও প্রকাশ করেছিলেন এই তারকা।

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তাঁকে বেঞ্চে বসিয়েই শুরুর একাদশও গড়েছিলেন জেরার্দো তাতা মার্তিনো। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে এবার মাঠে নামেন মেসি। স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে খেলার ৬০ মিনিটে মাঠে নামেন খুদে জাদুকর।

কিন্তু গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ডেভিড বেকহামের দলও পারেনি ম্যাচটা জিততে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পরে টাইব্রেকারে ভিসেল কোবে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির মিয়ামিকে।

মেসি নিজে অবশ্য কোনো শট নেননি টাইব্রেকারে। হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে পাওয়া ৪-১ গোলের জয়টাই প্রাক-মৌসুম প্রস্তুতিতে খেলা পাঁচ ম্যাচে একমাত্র জয় ইন্টার মিয়ামির। এর আগে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর মেজর লিগ সকারের ক্লাব এফসি ডালাসের কাছে হেরে যায় মিয়ামি। সৌদি আরবে আল হিলাল এবং আল নাসরের বিপক্ষেও হারের তেতো স্বাদ পেয়েছেন মেসিরা। টোকিওতে আজ ভিসেল কোবের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো মেসির মিয়ামিকে।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। নতুন মৌসুম শুরুর আগে দেশে মেসির ছোটবেলার ক্লাব আর্জেন্টিনার নিউয়েল ওল্ড বয়েসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। এএফপি