এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা মোয়াজ্জেম আলীর ছেলে।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর এক তরুণী বিয়ের দাবিতে জুয়েল শেখের বাড়িতে উঠেন। কিন্তু পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তরুণীর বড় বোন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ১১ মাস আগে ফেসবুকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখের সঙ্গে তার ছোট বোনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং জুয়েল তাকে বিয়ের প্রলোভন দেয়। পরে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে ৯ ডিসেম্বর বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেন। জুয়েল ওই তরুণীকে বিয়ে না করলে তার বোনের আত্মহত্যা ছাড়া আর কোনও পথ নেই বলে দাবি করেন তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, জুয়েল বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপর বিয়ে না করায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর ভুক্তভোগীর পরিবার ও ছাত্রদল নেতা জুয়েল বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।
ওসি আরও বলেন, মামলার পর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।







