চাঁদপুরের ফরিদগঞ্জে চান্দ্রা বাজার এলাকায় ‘FW সফটওয়্যার’-এ বিনিয়োগের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বদরপুর গ্রামের বাসিন্দা মাওলানা ইব্রাহিম (পিতা: মাওলানা সিরাজ) অসহায় ও দরিদ্র মানুষের কাছে অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে হঠাৎ করেই সফটওয়্যারটি বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, মাওলানা ইব্রাহিম ‘FW সফটওয়্যার’-এ ১৬ হাজার ৩০০ টাকা বিনিয়োগ করলে প্রতি সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা করে লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসে শতাধিক মানুষ তার কাছে টাকা জমা দেন। প্রথমদিকে কিছু লাভ দেওয়া হলেও কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপটি বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, এভাবে মোট প্রায় পাঁচ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এতে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেকেই ধারদেনা করে বা শেষ সম্বল বিক্রি করে এই সফটওয়্যারে বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মাওলানা ইব্রাহিম পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারছে না।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অভিযুক্তকে আইনের আওতায় এনে আত্মসাতকৃত অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।







