আমেরিকায় বেড়ে উঠা প্রজন্মকে বাংলা ও বাঙালি কালচারের সাথে জড়িয়ে রাখার সংকল্পে হাজার হাজার উচ্ছ্বল তরুণ-তরুণীর উপস্থিতিতে ২৮ জুন শনিবার ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবি পার্কে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছিল।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশে দিনব্যাপী আয়োজিত বৈশাখী মেলায় পেনসিলভেনিয়া স্টেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল কাদের মিয়া কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসারিত থাকলে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম হবেই। আর এজন্যেই বহুজাতিক এ সমাজে জন্ম নেয়া এবং বেড়ে উঠা প্রজন্মকে এ ধরনের আয়োজনে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।
বৈশাখী মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারি এবং মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বিশাল উপস্থিতিকে অভিনন্দিত করে বলেন, এলাকার মানুষেরা প্রিয় মাতৃভূমির ভাষা ও সংস্কৃতির প্রতি এতটাই দরদি যে, অসহনীয় খরতাপ উপেক্ষা করেই সপরিবারে মেলায় এসেছেন। শুধু তাই নয়, এই স্টেটের নির্বাচিত সিনেটর, ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র, আপার ডারবির মেয়রসহ অনেকেই এসেছেন প্রবাসীদের এ আয়োজনে। সকলের মধ্যেকার সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে পারলে নিকট ভবিষ্যতে বাঙালিরা আরও সাফল্য দেখাতে সক্ষম হবেন।
ডেমক্র্যাটিক পার্টির এই মেয়র আরও বলেন, ভোট যুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধ







