বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের এর উদ্যোগে কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় তিন শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় কড়াইল বস্তির এরশাদ মাঠে শীত বস্ত্র প্রদান করা হয়। কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে এ শীত বস্ত্র তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
শীতবস্ত্র উপহার প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম সাইম সহ মহানগর উত্তরের সেক্রেটারিয়াটবৃন্দ ও বিভিন্ন থানার দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। কিছুদিন আগে কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আপনাদের তার ক্ষত এখনো শুকায়নি। এ ভয়াবহ অগ্নিকাণ্ড আল্লাহর পলক্ষ থেকে সাময়িক পরীক্ষা। আমরা প্রতিবছরে গরীব দুঃখী এবং প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের।ছাত্রশিবির গঠিত, আমাদের সামর্থ্য খুবই কম কিন্তু আশা আকাঙ্ক্ষা অনেক বেশি সেই আশা আকাঙ্ক্ষার ক্ষুদ্র প্রচেষ্টা আজকের এই আয়োজন। আমরা সমাজের বিত্তশালী যারা রয়েছি এবং সরকারের কাছে বিশেষ করে আহবান জানাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে যেন দাঁড়ায়। ত
তিনি আরো বলেন, আমি শুনেছি সিটি কর্পোরেশন থেকে কয়েকজন এসে পরিদর্শন করে চলে গেছে অথচ ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে এখানে শাসকগোষ্ঠীরা উমর (রা) এর মতো দায়িত্ববান হতো কিন্তু আপসোস আমাদের শাসকগোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়না।
মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল বলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আমরা যদি সবার পাশে দাঁড়াতে পারতাম তাহলে অনেক খুশি হতাম। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজার হাজার শিক্ষার্থী, পরিবার, ভাই এবং বোনেরা আছেন আমরা যদি প্রত্যেকের পাশে দাঁড়াতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। আমরা সামান্য কিছু প্রচেষ্টা নিয়ে, সামান্য কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা চাই আমাদের এই কর্মকান্ডের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনগুলো উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে আসুক।







