জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর পরিকল্পিত হত্যার প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বেনাপোলে ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বিক্ষোভ সমাবেশ ও লং মার্চ। আয়োজক বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতা জানায়, হাজারো মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি সীমান্ত অভিমুখে অগ্রসর হয় এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভারতীয় প্রক্সি শক্তি ও পলাতক স্বৈরাচারী গোষ্ঠীর ষড়যন্ত্রে। অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ব্যর্থ হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার, শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় আধিপত্যের অবসানের দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা উড়িয়ে এবং ‘ভারতীয় আগ্রাসন মানি না’, ‘ওসমান হাদীর খুনি কোথায়?’, ‘জুলাইয়ের বিপ্লব অব্যাহত রাখো’ স্লোগান দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করেন।
এই কর্মসূচি জুলাই বিপ্লবের চেতনাকে জাগরূক রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।







