কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গায়েবানা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা কুমারখালী বড়ো জামে মসজিদে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যার প্রতিবাদে গায়েবানা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল কুমারখালী বড়ো জামে মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, নয়ন হাসান রবিন, আমির হামজা, মাশরাফুল ইসলাম জিহাদ, আকাশ ইসলাম সহ নেতৃবৃন্দ।
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান। তারা শরিফ ওসমান হাদী রেখে যাওয়া কাজ গুলোকে বাস্তবায়নের অঙ্গিকার করেন।
দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদীকে গুলি করা ব্যক্তিকে গ্রেফতারের দাবী জানান এবং আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানান।
মিছিলে কুমারখালীর বিভিন্ন স্থান শত শত মানুষ অংশ গ্রহণ করে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।







