সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে (১০ নভেম্বর সোমবার) সকাল ১০ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ প্রবণতা, চুরি-ডাকাতি রোধ, ইভটিজিং, মাদক, জুয়া ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজ কুমার বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর রায়
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো : বাবুল আহমেদ, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক,মো: নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুর মোহাম্মদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো: খায়রুজ্জামান, উপজেলা এবি পাটির সভাপতি মো: তাজুল ইসলাম উপজেলা এনসিপির যুগ্নম্মনায়ক লুৎফর রহমান বকসী, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাএনেতা মো: রাশেদুজ্জামান আশিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি
সভায় ইউএনও বলেন, “উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।”
থানার ওসি বলেন, “সম্প্রতি কিছু স্থানে চুরি ও মাদকের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কঠোর নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না।”
সভায় অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সভা শেষে আগামী মাসের পরিকল্পনা নির্ধারণ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়







