১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে সদ্য ঘোষিত বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পরিবর্তন চেয়ে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত চার নেতার সমর্থিত বিএনপির কর্মী ও ভোটার।
রোববার (৯ নভেম্বর)সকাল ১০ টায় “ আমরা নান্দাইলের সাধারণ বিএনপি’র ভোটার” নামীয় ব্যানারে ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানিয়ে নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বাহারি রংয়ের বিভিন্ন প্ল্যাকার্ডে “ইয়াসের হটাও-নান্দাইল বিএনপি বাচাঁও, দল বাচাঁও-বিতর্কিত মনোনয়ন ঠেকাও এবং ধানের শীষ আমাদের গর্ব -তবে বিতর্কিত নেতা নয়, এরকম নানা ধরনের দাবি উত্থাপন করে তারা।
নান্দাইল নতুন বাজার হতে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কে সারিবদ্ধভাবে তাঁরা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে তাঁরা “ ইয়াসের খানের মনোনয়ন মানি না- মানবো না, বিতর্কিত মনোনয়ন, মানি না-মানবো না ” স্লোগানে স্লোগানে রাজপথে বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা, নান্দাইল আসনে বিতর্কিত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিল করে মনোনয়ন বঞ্চিত চার নেতার যেকোন একজনকে বিএনপি’র প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়েছেন। অন্যথায় তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে কঠোর হুশিয়ারি দেন।







