নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন—বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান,উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক,গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ,এবং গোপালপুর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বক্তারা নবযোগদানকারীদের অভিনন্দন জানান এবং ইসলামী আদর্শে সমাজ পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।







