ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাওলানা শামীম সাঈদীর আগমনে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়।
শনিবার (৮ নভেম্বর) উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক ধর্মীয় মাহফিলে অংশ নিতে তিনি সেখানে উপস্থিত হন। তার আগমনে বালিয়াডাঙ্গীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ মাঠে সমবেত হন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে নৈতিক সমাজ গঠনের আহ্বান জানান।
মাহফিলের সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
শামীম সাঈদী বলেন, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষকে সৎপথে ফেরানো এবং সমাজ সংস্কারই ইসলামের মূল বার্তা। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
মাহফিলে অংশগ্রহণকারী স্থানীয় মুসল্লী ও উপস্থিত জনসাধারণ তার বক্তব্যে সাড়া দেন এবং শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।







