ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ রুস্তম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার তেল পাম্প এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পলাশবাড়ী ইউনিয়নের রতনদীঘী গ্রামের মোঃ জেহেরের ছোট ছেলে রুস্তম মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (১০ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রুস্তমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।







