আরেক আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর বুধবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আসিফ মাহমুদের মনোনয়ন কেনার রেজিস্ট্রার বইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসিফ মাহমুদের কিছু সমর্থক তাকে না জানিয়ে এই মনোনয়ন নিয়েছেন বলে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের পক্ষ থেকে। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে মনোনয়ন সংগ্রহের বিষয়টি  নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব  ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে। যারা মনোনয়ন নিতে এসেছিলেন তাদের নাম-পরিচয় জানাননি।

এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়ার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী বলেন, ফেসবুকে এমন একটি বিষয় আমিও দেখেছি। পরে আমি আসিফ মাহমুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মুরাদনগরে তার কিছু অনুসারী যারা চান তিনি মুরাদনগর থেকে নির্বাচন করুক- তারা তাকে না জানিয়ে মনোনয়নটি নিয়েছেন। এরপর তারা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করে মুরাদনগর থেকে নির্বাচন করার অনুরোধ করেন। তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন। মুরাদনগরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি দায়িত্ব পান। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এএফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। চলতি বছরের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। 

এর আগেগত  ৯ নভেম্বর বিকেলে ভোটার এলাকা মুরাদনগর থেকে ঢাকায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন আসিফ মাহমুদ। ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন তিনি। আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানালেন নিজেই

চট্টগ্রামে বোয়ালখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

আলোচিত সেই সাবেক চেয়ারম্যান ‘বদনী’ গ্রেফতার

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক প্রাণিসম্পদ মেলায় বায়োফার্মা এগ্রোভেটের প্রদর্শনী

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, যুবলীগ নেতার স্ত্রীসহ আটক ২

সর্বাধিক পঠিত

বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যে ৪ প্রশ্নে হবে গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা

মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

শান্তিগঞ্জে শিশুশ্রম ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর

অসহায় নয়নের পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

ওসিকে ধমকানো সেই নেতা গ্রেপ্তার