বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ঢাকার বারডেম হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রাতে ধানমন্ডির বাসার সামনে জানাজার পর তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করার কথা।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম আবুল হাসানের। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। সেখানে ১৯৬৪ সালে প্রভাষক হন। ১৯৬৬ সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন। ২০০১ সালের এপ্রিলে অবসরের পর মাহমুদ আলী আওয়ামী লীগে যোগ দেন।







