বগুড়ার শাজাহানপুরে ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি ও উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) আনুমানিক রাত ১ টায় শাজাহানপুর ও সদর থানার যৌথ অভিযানে উপজেলার মাঝিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, খন্দকার ওয়াদুদ হোসাইন উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও প্রধান শিক্ষক থাকা অবস্থায় সাজাপুর বেলপুকুর উচ্চবিদ্যালয়ে তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় আদালতের নির্দেশে ওয়াদুদ হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







