বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলার উপজেলার খলিফার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করছে, চায়ের দোকানে বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে জামায়াত কর্মী-সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। তাদের অভিযোগ, জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হন। তাদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠান।
অন্যদিকে, জামায়াত নেতাদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হামলায় তাদের দুই-তিনজন সমর্থক আহত হয়েছেন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদিকে, পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গ্রেফতারও হয়নি কেউ।







