গাজীপুরে হঠাৎ চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাসে আগুন লাগে।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী চলন্ত বাসের (ঢাকা মেট্রো ব ১৩-১৪২৮) ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জনান, ওভারহিটে প্রথমে বাসের ইঞ্জিনে আগুন লাগে। পরে দ্রুত তা পুরো বসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।







