ঠাকুরগাঁওয়ে বাচ্চার পিতৃপরিচয় ও বৈবাহিক স্বীকৃতির দাবিতে বেলি রানির অনশন, ৩০ ঘণ্টা অতিবাহিত — প্রেমিক জীবন রায় পলাতক।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর কনপাড়ায় বাচ্চার পিতৃপরিচয় নিশ্চিতকরণ ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে বেলি রানি নামের এক নারী টানা ২৮ ঘণ্টা ধরে অনশন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বেলি রানি তার প্রেমিক জীবন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। বেলির দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করে জীবন রায় পলাতক হয়ে যায়। এরই প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে তিনি প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেন।
ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত জীবন রায়কে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।
বেলি রানি জানান, আমার সন্তানের পিতৃপরিচয় চাই। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে। না হলে আমি এখান থেকে যাব না। এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ এখনো বক্তব্য দেননি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে বেলি রানির ন্যায়বিচার নিশ্চিত করা হোক।







