৬ষ্ঠ আহকাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রাণিসম্পদ ও কৃষি মেলায় অংশ নিয়েছে এগ্রো-ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড। মেলায় ভেটেরিনারি চিকিৎসক, খামারি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত এই মেলায় বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের আধুনিক পণ্য ও সেবা প্রদর্শন করে। এরই অংশ হিসেবে ভেটেরিনারি ও এগ্রো-ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড তাদের উন্নতমানের ভেটেরিনারি মেডিসিন এবং ফিড গ্রেড সাপ্লিমেন্ট প্রদর্শন করে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
খামারিদের কাছে আধুনিক ও নিরাপদ ভেটেরিনারি সল্যুশন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ৭০টি মানসম্মত প্রডাক্টের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে নিয়মিত সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে পোলট্রি খাতের চাহিদা ও সময়োপযোগী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগ্রো খাতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।







