ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে গংগাচড়া নির্বাচনী অফিস থেকে মিছিল শুরু হয়ে গঙ্গাচড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামান বলেছেন, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নাই। তিনি বলেন, ‘সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
নায়েবুজ্জামান আরো বলেন, ‘নির্বাচনী মাঠে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব বন্ধ করতে হবে। শুধু এ আসনে নয়, পুরো দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
সমাবেশ পরিচালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর তাজউদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম আউয়াল, উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম, জামায়াত নেতা সোহাগ রহমান, সামিউল আলম, ফরিদউদ্দিন সুজা ও অধ্যক্ষ রোকনুজ্জামান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দে।
সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়।







