রাজধানীতে ঘরে ঢুকে জামায়াত নেতাকে হত্যা

Post Image

রাজধানীতে ঘরে ঢুকে মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন ছিলেন। পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতির দায়িত্বও পালন করছিলেন। এছাড়া তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকও ছিলেন।

জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারে আনোয়ার উল্লাহর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর তার মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে বাসায় থাকা নগদ পাঁচ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। 

নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, আজ মঙ্গলবার রাত ২টার দিকে দুইজন মুখোশধারী গ্রিল কেটে ঘরে ঢুকে আনোয়ার উল্লাহর দুই হাত বেঁধে নির্যাতন করে। ভোর ৫টার দিকে আমার শাশুড়ি কল করে আমাকে এ ঘটনা জানান। আমি সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পাই। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।গুরুতর অবস্থায় তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা দাবি, এ ঘটনা শুধু চুরিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আনোয়ার উল্লাহ মারা যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

সায়েন্সল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে আজ কোথায় কী

রাত পোহালেই সাকরাইন উৎসব, ঘুড়ি-ফানুসে প্রস্তুত নগরবাসী

রাজধানীতে ঘরে ঢুকে জামায়াত নেতাকে হত্যা

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

সর্বাধিক পঠিত

মধ্যরাতে ভোরের কাগজের অনলাইন ইনচার্জ আটক

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

রাজধানীতে গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

জরুরি সংবাদ সম্মেলনে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা-সচিব

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আয়েশা নামের গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

হাসিনার দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

মামলায় স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়,

রাজধানীতে ঘরে ঢুকে জামায়াত নেতাকে হত্যা

হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের আনন্দ মিছিল