রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ডিএমপির কর্মসূচি
ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা পৌনে ১২টায় বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজিবির কর্মসূচি
দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) ব্যবস্থাপনায় শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।
সিজিএসের কর্মসূচি
সিরডাপ মিলনায়তনে সকাল ১০টায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।







