রাজধানীতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

Post Image

রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মিরপুর-১ পাইকপাড়া এলাকায় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী।
র‍্যাব বলছে, গ্রেফতার ৩ জন দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃতরা হলো, ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন (৫৫), শাকির আহম্মেদ সুমন ও হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

আবরার ফয়সাল সাদী বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র‍্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে র‍্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ অস্ত্রধারী ৩ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামিদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া একই অভিযানে আসামিদের সঙ্গে মাদক ব্যবসায়ী বাবু পিচ্চি ওরফে বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

গত ২৯ ডিসেম্বর সজিব ইসলাম ওরফে ভাগ্নে সজিবকে (২২) ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলিসহ আটক করেছিল র‍্যাব-৪।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

আবারও ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

সর্বাধিক পঠিত

মধ্যরাতে ভোরের কাগজের অনলাইন ইনচার্জ আটক

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

রাজধানীতে গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

জরুরি সংবাদ সম্মেলনে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা-সচিব

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আয়েশা নামের গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

হাসিনার দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

মামলায় স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়,

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের আনন্দ মিছিল