পাবনা প্রতিনিধি, মতিউর রহমান:
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ, পাবনা শাখা বই উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এক্সিকিউটিভ সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুলবুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম, পাবনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম কুতুবউদ্দিন আউয়াল, ইএনটি স্পেশালিস্ট ডা. আতিকুর রহমান এবং পিস স্কুল পাবনা শাখার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মাজেদুল হোসাইন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যা বই উৎসবকে পরিণত করে এক আনন্দঘন মিলনমেলায়।
প্রধান অতিথি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পিস স্কুল ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথিরাও নৈতিক ও মানবিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে পিস স্কুলের ভূমিকার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে পিস স্কুল এন্ড কলেজ পাবনা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা।”
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







