রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি
দুপুর ১টায় ধানমন্ডির জয়িতা টাওয়ারের জয়িতা ফাউন্ডেশনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিএনপির কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
র্যাবের বিফ্রিং
প্রতারণা এবং ভুয়া এজেন্সির মাধ্যমে রাশিয়াতে কাজের কথা বলে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে বেলা ১১টায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্রিফ করবেন র্যাব-৪ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর।
গভর্নরের কর্মসূচি
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় 'ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জস অ্যান্ড করণীয়বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি আবদুল হাই সরকার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।







