পাবনায় এস আলমের অবৈধ নিয়োগের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

Post Image

মতিউর রহমান,পাবনাঃ  ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের চাকরিচ্যুতির দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, পাবনা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় পাবনা শহরের এ.আর কর্ণার ইসলামী ব্যাংক পাবনা প্রধান শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ইকরামুল হকের সঞ্চায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইছামতী নার্সিং কলেজের পরিচালক এবং ব্যাংকের প্রবীণ গ্রাহক ইব্রাহিম খলিল আইনুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইশ্বরদী কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ শিহাবুল আলম, ছাত্রনেতা ইয়াছিন আরাফাত তালহা, সাইফুল ইসলাম জীবন প্রমুখ।

ইকরামুল হক বলেন; দেশের অন্যতম বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সুশাসন ব্যাহত করছে। তারা দ্রুত অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণ ও ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানান।

অন্যান্য বক্তারা বলেন: গত সাত বছরে ইসলামী ব্যাংকে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর বড় একটি অংশকে কোনো ধরনের সার্কুলার বা পরীক্ষা ছাড়াই অস্বচ্ছ প্রক্রিয়ায়, এমনকি ভুয়া তথ্য ও জাল সনদ ব্যবহার করে নিয়োগ দেওয়া হয়। বর্তমান পর্ষদ গত ২৭ সেপ্টেম্বর একটি বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষার মাধ্যমে মেধাবী ও পেশাদার কর্মীদের স্থায়ীকরণের উদ্যোগ নিলেও অভিযুক্তরা সেই পরীক্ষা বর্জন করেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংকের গ্রাহক সাইদুল ইসলাম বলেন, 'ইসলামী ব্যাংকে এস আলমের সময় জাল-জালিয়াতি করে তাদের নিজেদের কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। অনিয়ম ও হাজার হাজার টাকা পাচার হওয়ার কারণে ব্যাংকটির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়। যারা অবৈধ নিয়োগ পেয়েছিল তাদের পরীক্ষার আয়োজন করলেও বেশিরভাগ অংশগ্রহণ না করে নানা রকম অপপ্রচার চালিয়েছিল। ব্যাংকটির স্বার্থে তাদের অবৈধভাবে নিয়োগকারীরার যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ও পাশ করতে পারে নাই তাদের বহিষ্কার করতে হবে।

পরিশেষে সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরেন। তা হলো ১. এস আলম গ্রুপ যে পরিমাণ অর্থ লুটপাট করেছে এবং যারা এ লুটপাটে সহযোগিতা করেছে, তাদের সকলের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানত ফেরত দিতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৮৩০০ কর্মকর্তা-কর্মচারী যদি নিয়ম মেনে চাকরিতে থেকে কাজ করতে আগ্রহী হন, তবে তাদের পুনর্বহাল করতে হবে; অন্যথায় চাকরিচ্যুত করতে হবে। ৩. ব্যাংক পরিচালনার জন্য নতুনভাবে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দিতে হবে, যাতে ইসলামী ব্যাংকের পূর্বের সুনাম পুনরুদ্ধার হয়। ৪. গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানত সেবা ও বিনিয়োগ সেবা আরও উন্নত ও কার্যকর করতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যাংকটি থেকে বিভিন্ন সময় নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে, যার ফলে ব্যাংকটির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। একই সময়ে ইসলামী ব্যাংকে চট্টগ্রামভিত্তিক বহু ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়ারও অভিযোগ ওঠে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

পুরান ঢাকায় হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিষ্ফোরণ

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

গাঁজা বিক্রি নিষেধ করায় খুন হন সাম্য

আজ রাজধানীর কোথায় কী কর্মসূচি

সর্বাধিক পঠিত

পাবনায় এস আলমের অবৈধ নিয়োগের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মেট্রো রেলে হাঠাৎ ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

রাজধানীতে গণপরিবহনে একুশে টেলিভিশনের নারী সাংবাদিক হেনস্তার শিকার

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ

রোববার রাজধানীর যেসব দোকান ও মার্কেট বন্ধ থাকে

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন