রুয়েটে পালিত হলো মহান বিজয় দিবস

Post Image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে  মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন হলসমূহ, ক্লাবগুলো সহ অন্যান্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন উপাচার্য ।


এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যৎ বিনির্মাণের শক্তি জোগায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। তিনি বলেন, এই চেতনার ভিত্তিতেই ঐক্য ও দায়বদ্ধতার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।'


ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আব্দুল মফিজ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যানবাহন শাখার প্রশাসক মো. ওয়াহেদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের কর্মচারী মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।


আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য । 


বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম। 


কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপত্মরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 


দিবসটি উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুউচ্চ ভবনসমূহে আলোকসজ্জা করা হয় এবং  হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

রুয়েটে পালিত হলো মহান বিজয় দিবস

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের নিন্দা জানিয়ে চবির ১০১ শিক্ষকের বিবৃতি

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করল জবি শিবির

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

সর্বাধিক পঠিত

জকসুতে শিবিরের প্যানেল ঘোষণা- ভিপি পদে রিয়াজুল, জিএস আরিফ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

২০০ কোটি টাকার ঋণে জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: উপাচার্য

উত্তরায় ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ

বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক আ ক ম জামাল

পাবিপ্রবিতে ২ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ

তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা গ্রেপ্তার