রাজধানীর সরকারি তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে আজ কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ফাতেমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম যায়েদ হোসেন। এছাড়াও কলেজের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, বিজয় দিবস বাঙালি জাতির গৌরব এবং এই গৌরবের ঐতিহ্য ও সাহস নিয়ে সামনের দিনগুলোতে আমাদের পথ চলতে হবে। বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।







