বিশ্বকাপের ড্র: নেই এবার 'গ্রুপ অব ডেথ' কোন গ্রুপে কোন দল?

Post Image

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।


দেখে নিন ২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল খেলবে:


গ্রুপ- ‘এ’          মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।


গ্রুপ- ‘বি’          কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।


গ্রুপ- ‘সি’          ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড, হাইতি।


গ্রুপ- ‘ডি’          যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।


গ্রুপ- ‘ই’           জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট, কুরাসাও।


গ্রুপ- ‘এফ’       নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।


গ্রুপ- ‘জি’          বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।


গ্রুপ- ‘এইচ’        স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।


গ্রুপ- ‘আই’         ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।

গ্রুপ- ‘জে’          আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।


গ্রুপ- ‘কে’           পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।


গ্রুপ- ‘এল’           ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।


উল্লেখ্য, ২০২৬ সালের জুনে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই আসরে এবার প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। শুক্রবার (৫ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ড্র-য়ে চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ।

সর্বশেষ খবর

রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

টিভিতে যে খেলা দেখবেন আজ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

মেসির জাদুতে এমএলএস কাপের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

টিভিতে যে খেলা দেখবন আজ