বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা এবারও পরাজিত হবে। জনগণ কখনই তাদেরকে মেনে নেবে না- এমন মন্তব্য করেছেন । তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন কেউই বানচাল করতে পারবে না।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) তার নির্বাচনি এলাকা ভোলা লালমোহনের শাহাবাজপুর কলেজ মাঠে তাকে দেয়া এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মেজর হাফিজ বলেছেন, জনগণ ১৭ বছর ধরে ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছি। গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেয়া ভোটারের জন্য অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি। একইদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে স্বাগত জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, এতে সরকারের বহু টাকা সাশ্রয় হবে।
তিনি আরও বলেছেন, জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না, তারপরও সরকার আমাদের ওপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে। জনগণ জুলাই সনদ ও পিয়ার সম্পর্কে কিছু বোঝে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকার তারপরও জুলাই সনদে গণভোট রেখেছেন। এটি একটি ভুল পদক্ষেপ বলে তিনি মনে করছেন।
দলীয় মনোনয়ন পেয়ে মেজর হাফিজ তার নির্বাচনি এলাকায় প্রবেশ করলে তাকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়। উপজেলার ডাওরী বাজার থেকে জনগণকে সঙ্গে নিয়ে দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমাবেশ স্থলে আসেন।
এ সময় উপস্থিত ছিলেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।







